প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলুন
****প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলুন।****
কোন মানুষের উপকার করলে নিঃস্বার্থভাবে করতে হবে কোন প্রতিদান চাওয়া যাবে না।পরের মেয়েকে খাওয়াবা আর বলবা আমারটা খাইছে কেন? সম্পর্ক তৈরি করছে কেন? সম্পর্ক তৈরি করে মানুষ বিশ্বাস করে। উপকার করতে পারলে করবেন না পারলে না করবেন কিন্তু নিজের সম্মান নষ্ট করবেন কেন আর কারও ক্ষতি করবেন কেন?
অপরিচিত মেয়েকে একা পেয়ে জোর করে ধর্ষণ করবেন কেন? সে আপনার কি ক্ষতি করেছে? তারপর কোন মেয়ের জন্যে টাকা খরচ করলে টাকা উঠানোর নামে ধর্ষণ করবেন কেন? তাছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে, প্রেমের নামে এবং পরকীয়ার নামে ধর্ষণ করবেন কেন?
ধর্ষণকারীদের কাছে আমার প্রশ্ন?
১। টাকাতো আপনারা অনেকের জন্যেই ভাল সম্পর্ক থাকায় খরচ করেন তাই বলে কি তাদেরকেও ধর্ষণ করেন নাকি?
২। সম্পর্ক ভেঙে গেলে কারণটা খুঁজবেন তারপর নিজেকে ভালোর দিকে পরিবর্তন বা সে দিকে নিয়ে আসবেন শুধু শুধু ধর্ষণ কেন করবেন?
৩। ইগো/ অহংকারের উপর নির্ভর করে কারো ক্ষতি করবেন কেন?
৪। রাগের বশবর্তী হয়ে অপরাধ কেন করবেন?
৫। ধর্ষণের শাস্তি যদি ধর্ষণ হয় তাহলে আপনার কেমন লাগবে? অর্থাৎ নারীদের যদি আপনি পুরুষ হয়ে ধর্ষণ করেন আর নারীরা যদি আপনাকে অর্থাৎ কোন পুরুষকে ধর্ষণ করে তাহলে কেমন লাগবে? নারীরা যদি সহ্য করতে না পারে তাহলে আপনি কি করে পারবেন? পারবেন কি নিজেকে সুস্থ রাখতে?
২। সম্পর্ক ভেঙে গেলে কারণটা খুঁজবেন তারপর নিজেকে ভালোর দিকে পরিবর্তন বা সে দিকে নিয়ে আসবেন শুধু শুধু ধর্ষণ কেন করবেন?
৩। ইগো/ অহংকারের উপর নির্ভর করে কারো ক্ষতি করবেন কেন?
৪। রাগের বশবর্তী হয়ে অপরাধ কেন করবেন?
৫। ধর্ষণের শাস্তি যদি ধর্ষণ হয় তাহলে আপনার কেমন লাগবে? অর্থাৎ নারীদের যদি আপনি পুরুষ হয়ে ধর্ষণ করেন আর নারীরা যদি আপনাকে অর্থাৎ কোন পুরুষকে ধর্ষণ করে তাহলে কেমন লাগবে? নারীরা যদি সহ্য করতে না পারে তাহলে আপনি কি করে পারবেন? পারবেন কি নিজেকে সুস্থ রাখতে?
অতএব, সার্বিক দিক বিবেচনা করে নিঃসন্দেহে বলা যায় যে, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এবং গুরুত্বপূর্ণ অপরাধ। এটি কারো মনের মধ্যে পুষে না রেখে নিজেকে সঠিকভাবে নেতৃত্ব দিন এবং নিয়ন্ত্রণে নিয়ে আসুন। খারাপ চিন্তাভাবনা পরিবর্তন করে ভালো বিষয়ে চিন্তা করে নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তুলুন এবং যেকোনো লোভ, অন্যায় ও অপরাধ করা থেকে বিরত থাকুন।
ভাল থাকুন, সবাইকে ভালো রাখুন, অন্যকে ভালো কাজে উৎসাহিত করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
ধন্যবাদ সবাইকে।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন