বিয়ের পরে/ আগে জোর করে যৌতুক নেয়া অপরাধ বুঝলাম


বিয়ের পরে/ আগে জোর করে যৌতুক  নেয়া অপরাধ বুঝলাম কিন্তু বিয়েতে যদি সামর্থ্যের বাইরে কনে পক্ষের লোক জোর করে অতিরিক্ত দেনমোহর নির্ধারণ করে তাহলে সেটাওতো অপরাধ তাই না। তাহলে কোন স্ত্রী যদি বিনা অপরাধে স্বামীকে তালাক দিয়ে চলে যায় সেটাওতো পুরুষের/ পুরুষদের জন্য অপমানজনক।
অতএব, যদি কোন স্ত্রী  সেচ্ছায় তার স্বামীকে তালাক দিয়ে চলে যায় তাহলে কাবিনের ডাবল টাকা তার নিকট থেকে আদায় করা উচিৎ।
বিশেষ দ্রষ্টব্যঃ অতিরিক্ত ভুল বুঝলে বিপদে পড়বেন।
তাই আসুন, বিয়ে নিয়ে  ফাইজলামি না করি কারণ বিয়েতো একটি সামাজিক বন্ধন। তাছাড়া বিয়ে নিয়ে যারা ফাইজলামি করে, তারা সৃষ্টিকর্তার সাথেও ফাইজলামি করে।
অতএব, বিয়ের পরে প্রেম করতে শিখুন / অভ্যাস তৈরি করুন এবং মিলেমিশে একসঙ্গে চলে বিশ্ব শান্তি গড়ে তুলুন।
ভাল থাকুন, ভাল রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध