আমি আপনাদের হাতের কাজ দেখে অতিরিক্ত মুগ্ধ হয়েছি

 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি, সবাই ভালো আছেন।


  আমি আপনাদের হাতের কাজ দেখে অতিরিক্ত মুগ্ধ হয়েছি। আমার প্রথমে আমি নিজেকে ধিক্কার জানাই যে পুরুষ হয়ে জন্ম নিয়েছি কিন্তু কোন হাতের কাজ নিপুণ ভাবেতো দূরের কথা কোন ভাবেই পারিনা। কিন্তু তারপরেও আমার ভালো লাগে যখন অন্যরা পারে। তাই সকল নারী ও পুরুষ অর্থাৎ অন্যান্য উদ্যোগ্তাদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


  আমি আপনাদের কাজের প্রশংসা করে শেষ করতে পারবো এটা আমি খুব ভালো করেই জানি।


  আপনারা আমাকে আপনাদের পাশে যেভাবে রাখেন ছোট ভাই বা বড় ভাই হিসেবে আমি আপনাদের সবসময় সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ।


  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সবাইকে

  এবং আপনাদের প্রতি রইলো দোয়া ও শুভকামনা।


  - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


  প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট


  বিশ্ব শান্তি ছাত্র সংঘ


  জান্দী, ভাংগা, ফরিদপুর।


  সেল ফোনঃ +8801312284181

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध