মধুমতি, সিটি ও ইসলামী ব্যাংকসহ any Other Bank Near You

 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। 


মধুমতি, সিটি ও ইসলামী ও অন্যান্য ব্যাংক এখন আপনার সন্নিকটে।


তাহলে আর দেরী কেন? আজই যোগাযোগ করুন। 


এখন, অনেকেই প্রশ্ন করবেন একটা ব্যাংকে একাউন্ট খুললেই তো হয় তাহলে একাধিক ব্যাংকে কেন?


উত্তর হচ্ছে যেঃ একটা ব্যাংকের সাথে আপনার লেনদেন থাকলে শুধু ঐ একটা ব্যাংক - ই জানবে


 আপনার লেনদেন কেমন। 

আপনার Activity কেমন। 

স্বচ্ছতা কেমন। 


কিন্তু অন্যান্য ব্যাংক জানবে না আপনি কেমন। তাই পরিচিত হোন সকলের নিকট।


এবার কাজের কথায় আসি, 


আপনার কাঙ্খিত স্বপ্ন পূরণের লক্ষে অবশ্যই আপনার কারো না কারো নিকট থেকে যেকোন কিছু ধারের প্রয়োজন হতে পারে।


কেন পারে?


উত্তর হচ্ছে যেঃ আপনার মূল লক্ষ পূরণ করার জন্য অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণে মূলধন থাকতে হবে কিন্তু আপনি খতিয়ে দেখতে পেলেন যে, আপনার পর্যাপ্ত পরিমাণে মূলধন নেই।


তাই আপনার ব্যাংকের নিকট গেলেন অর্থ ধার নিতে কিন্তু গিয়ে দেখলেন যে, আপনাকে দেখে তারা খুশি হলো, ধার দিতেও চাইলো তারপর আপনি লোনের জন্য আবেদন করলেন।


এবার আসল কথায় আসি,


আপনার ব্যাংকের নিকট আবেদন করলেন ধরুন ১০ লক্ষ টাকা বা ৫ লক্ষ টাকা কিন্তু কোন ব্যাংক আপনার দাবী অনুযায়ী লোন দিবে না যতই সামর্থ্য থাকুক বা কেউ ব্যাকআপ দিক। তারপরেও না।


আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে, আপনি যে পরিমাণ লোন দাবি করবেন তার অর্ধেক দিবে যার ফলে আপনার স্বপ্ন অর্ধেক আটকে যাবে।


 তাহলে উপায় কি?


উপায়তো অবশ্যই আছে,


উপায়টা হলো, আপনি যদি, একাধিক ব্যাংকের সাথে লেনদেন ভালো করেন তাহলে তাহলে সব ব্যাক্তি বা ব্যাংকের নিকট থেকে অর্ধেক অর্ধেক লোন নিয়ে আপনি আপনার কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারবেন। যেই স্বপ্ন পূরণ করার জন্য আপনি অনেকদিন ধরে ভেবে আসছেন।


ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সবাইকে। 


ভালো থাকুন, ভালো রাখুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।


- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध