ভালবাসার আরেক নাম মানবতা - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

 

পড়াশোনা কাকে বলে?

উত্তরঃ অন্যের ঙ্গান নিজের আয়ত্তে এনে চালিয়ে দেওয়ার নাম-ই হচ্ছে পড়াশোনা।

গবেষণাঃ কোন কিছু দেখে, শুনে বা অনুভব করে চিন্তা করে সঠিক সমাধানের দিকে নিয়ে যাওয়াকে গবেষণা বলে।

রাজনীতিঃ জনগণের জন্য নিজের জীবনকে ত্যাগীভাবে বিলিয়ে দিয়ে শান্তি, উন্নয়ন, ন্যায়বিচার ও অধিকার আদায় করার মাধ্যমে  যে পরিশ্রম ও ভালবাসা আদান-প্রদান  করা হয় তাকেই রাজনীতি বলে।

চাকরিঃ নিজের জীবনের অর্জিত ঙ্গানকে অন্যের প্রয়োজনে বিলিয়ে দেওয়ার নাম-ই হচ্ছে চাকরি।

শিক্ষকঃ যাঁরা নিজেদের অর্জিত ঙ্গান অন্যকে ভালকরে বিভিন্ন বিষয়ে আলোচনা করে খুব সহজেই বুঝিয়ে দেয় তাদেরকেই শিক্ষক বলে।

রাজনীতিবিদ কাকে বলে?

উত্তরঃ যাঁরা নিজেদের কথা না ভেবে জনগণের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন দিয়ে দেয় তাঁদেরকেই রাজনীতিবিদ বলে।

ভালবাসার আরেক নাম মানবতা

- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध