JANDI TV এর প্রতিনিধি নিয়োগ চলছে।
এই চ্যানেলের মূল লক্ষ ও বৈশিষ্ট্য হচ্ছে প্রতিভা বিকাশ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা ও গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা ও অবহেলিত মানুষের নির্যাতনের খবর তুলে ধরাসহ বিশ্বের বিভিন্ন দেশের খবর তুলে ধরা এবং শিক্ষকতার পেশাসহ বিভিন্ন পেশার কার্যক্রম দেখানো হয় ও শেখানো হয়।
***JANDI TV এর প্রতিনিধি নিয়োগ চলছে।
যোগাযোগঃ01312284181( Managing Director - Md. Mehedi Hasan Rubel)
( সরকারী সহ যেকোন চাকুরী বা ব্যবসার পাশাপাশি এই সম্মানী চাকরি বা ভালো লাগার ক্ষেত্রেও করতে চাইলে আপনার এলাকার খবর, বিনোদন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এর ভিডিও, গ্রাম ও শহরের বিভিন্ন দৃশ্য এর ভিডিও ও যেকোনো রুচিসম্মত ভিডিও এবং শিক্ষকতা সহ যেকোন পেশার ভিডিও পাঠাতে হবে অথবা Live দেখাতে হবে / আপলোড করতে হবে।)বিশেষ দ্রষ্টব্যঃ অাগ্রহী হলে অাত্নকর্মসংস্থান হতে নারী-পুরুষ সহ যে কেউ ঘরে বসেই আয়ের জন্য কাজ করতে পারবেন। তাছাড়াকরোনা ভাইরাসের মতো যেকোনো বিপদ মোকাবিলার জন্য টাকা/ ডলারজমিয়ে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। কারণঃ বিপদের সময় মধ্যবিত্তদের কেউ কিছুই দেয়না আর দিলেও নিম্নবিত্তদের দেয় তাও আবার অল্প কিছু। তাতে কিছুই হয় না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন