JANDI TV এর প্রতিনিধি নিয়োগ চলছে।

 এই চ্যানেলের মূল লক্ষ ও বৈশিষ্ট্য হচ্ছে প্রতিভা বিকাশ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা ও গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা ও অবহেলিত মানুষের নির্যাতনের খবর তুলে ধরাসহ বিশ্বের বিভিন্ন দেশের খবর তুলে ধরা এবং শিক্ষকতার পেশাসহ বিভিন্ন পেশার কার্যক্রম দেখানো হয় ও শেখানো হয়। 

 ***JANDI TV এর প্রতিনিধি নিয়োগ চলছে।

যোগাযোগঃ01312284181( Managing Director - Md. Mehedi Hasan Rubel) 

( সরকারী সহ যেকোন চাকুরী বা ব্যবসার পাশাপাশি এই সম্মানী চাকরি বা ভালো লাগার ক্ষেত্রেও করতে চাইলে আপনার এলাকার খবর, বিনোদন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এর ভিডিও, গ্রাম ও শহরের বিভিন্ন দৃশ্য এর ভিডিও ও যেকোনো রুচিসম্মত ভিডিও এবং শিক্ষকতা সহ যেকোন পেশার ভিডিও পাঠাতে হবে অথবা Live দেখাতে হবে / আপলোড করতে হবে।)বিশেষ দ্রষ্টব্যঃ অাগ্রহী হলে অাত্নকর্মসংস্থান হতে নারী-পুরুষ  সহ যে কেউ ঘরে বসেই আয়ের জন্য কাজ করতে পারবেন। তাছাড়াকরোনা ভাইরাসের মতো যেকোনো বিপদ মোকাবিলার জন্য টাকা/ ডলারজমিয়ে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। কারণঃ বিপদের সময় মধ্যবিত্তদের কেউ কিছুই দেয়না আর দিলেও নিম্নবিত্তদের দেয় তাও আবার অল্প কিছু। তাতে কিছুই হয় না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध