টেনে হিঁচড়ে আর যাই হোক সম্পর্কও টিকানো যায় না
টেনে হিঁচড়ে আর যাই হোক সম্পর্কও টিকানো যায় না। অবহেলাকারী মানুষ টা যখন তোমার আপন মানুষ হয় তখন না তাকে সহ্য করা যায় না ছাড়া যায়। আর যদি মনে হয় তার সাথে এক ছাদের নিচে থেকেও তুমি আসলে একাকীত্বই ভুগছো তাহলে আর কিসের এক্সপেকটেশন নিয়ে আছো?
কাটা গিলতে না পারলে উগলে ফেলে দাও। নাহলে সারা জীবন কাটার কষ্টে নিঃশ্বাস টাও শান্তিতে নিতে পারবে না।
নিজেকে আগে মূল্যায়ন করা শিখো, ট্রেইন্ড হও এমনভাবে যাতে কারো উপর ডিপেন্ড হয়ে না থাকতে হয়।
একবার যখন এরা বুঝে যায় তুমি দুর্বল, তখনই এদের গেইম স্টার্ট হয়। সো ডিসিশন একান্তই তোমার। ধুকে ধুকে মরবার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন