টাকা - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
টাকা
- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
টাকার জন্য আসে সম্মান আবার টাকার জন্যই চলে যায় সম্মান,
টাকার জন্য সম্পর্ক ভেঙে যায় আবার টাকার জন্যই ফিরে আসে নতুন ও পুরাতন সম্পর্ক,
টাকার জন্য ভালবাসা চলে যায় আবার টাকার জন্যই ভালবাসা ফিরে আসে,
টাকার জন্য নেতা হওয়া যায় আবার টাকার জন্যই নেতাগিরী চলে যায়,
টাকার জন্য হয়নি দেখা আজও বউয়ের মুখ আবার টাকার জন্যই হয়নি দেখা আজও স্বামীর মুখ,
টাকার জন্য যোগ্যতা বাড়ে আবার টাকার জন্যই কমে,
টাকার জন্য ক্ষমতা বাড়ে আবার টাকার জন্যই কমে,
টাকার জন্য কথা বলার অধিকার পাওয়া যায় আবার টাকার জন্যই যায় না,
টাকার জন্য ঘরে ফেরা আবার টাকার জন্য ঘর ত্যাগ করা,
টাকার জন্য শারীরিক ও মানষিক নির্যাতন করা আবার টাকার জন্যই নির্যাতনের শিকার হওয়া,
টাকার জন্য শখ পূরণ হয় আবার টাকার জন্যই হয়না,
টাকার জন্য Passion পূরণ হয় আবার টাকার জন্যই হয় না,
টাকার জন্য ব্যবসা করা যায় আবার টাকার জন্যই হয় না,
টাকার জন্য আসে সুখ আবার টাকার জন্যই হারিয়ে যায় সুখ,
টাকার জন্যই অশান্তি আসে আবার টাকার জন্যই চলে যায়,
টাকার জন্য হত্যা করা হয় আবার টাকার জন্যই হয় না,
টাকার জন্য মানবতা চলে যায় আবার টাকার জন্যই ফিরে আসে,
টাকার জন্য চরিত্র খারাপ হয় আবার টাকার জন্যই ভাল হয়,
টাকার জন্য উল্টাপাল্টা জীবন চলে আবার টাকার জন্যই চলে না,
টাকার জন্য মনে আসে অশান্তি আবার টাকার জন্যই হয় না,
টাকার জন্য জীবন হয়ে উঠে অতিষ্ঠ আবার টাকার জন্যই হয় না,
টাকার জন্য চারিদিকে হোক যতকিছু, টাকাকে করিতে হইবে তুচ্ছ।
ইহা যদি করা যায় বুকে ধারণ, তাহলে আসিবে মনে শান্তি।
মানুষ হয়েছো যখন, মানুষকে সময় দিন, গুরুত্ব দিন ও সকলের প্রতি যত্ন নিন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সবাইকে।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন