আমি একজন সাদা মনের রাজনীতিবিদ। আমি নিজে বাস্তবতা শিখি এবং শিখাই
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভালবাসা কিভাবে আদায় করতে হয়? জেনে নিন উপকার হবে আশা করি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু।আশা করি, সবাই ভালো আছেন।
আমি একজন সাদা মনের রাজনীতিবিদ। আমি নিজে বাস্তবতা শিখি এবং শিখাই। চাইলে আপনারাও শিখতে পারেন আমার কাছ থেকে বা চাইলে দয়া করে শিখাবেন আমাকে।
বিশ্ব শান্তি ছাত্র সংঘ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল এর জীবনের মূল লক্ষ ও বৈশিষ্ট্য হচ্ছেঃ
১। মানুষিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা,
২। শারীরিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা,
৩। সাধ্যমতো টাকার মাধ্যমে জনগণের সেবা করা ইত্যাদি।
৪। আপনি অলস সময় না কাটিয়ে নিজের উপর ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন ও প্রতিরোধ গড়বেন ইনশাআল্লাহ।
ভালো থাকুন, ভালো রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আর যদি না বুঝেন কিভাবে করবেন তাহলে আমাকে জানান।
মোবাইল - ( ০১৩১২২৮৪১৮১ ).
যুগের সাথে তালমিলিয়ে চলা মানে অবৈধ সম্পর্কের মধ্যে জরিয়ে যাওয়া নয়,
আমার কাছে -
যুগের সাথে তালমিলিয়ে চলা মানে নিজ ধর্মের মাধ্যমে উচ্চতর শিক্ষা অর্জন করা এবং ভবিষ্যৎ নিয়ে গবেষণা করা।
তাই সু-শিক্ষা অর্জন করুন এবং গবেষণার মাধ্যমে জীবনকে শান্তির মাধ্যমে আলোকিত করুন।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
............ স্টুডেন্ট পড়ানোর সময়।...................
যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কেউ তোমার পাশে থাকবে না। হ্যা, এটাই বাস্তব।
আমি বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল বলছি কেউ তোমাদের পাশে থাকুক বা না থাকুক আমিতো আছি নাকি?
অতএব, চিন্তা না করে যেকোন বিষয়ে সহযোগিতা নেওয়ার জন্য প্রাণ খুলে মেসেজ অথবা ফোন দিন।
মোবাইলঃ ০১৩১২২৮৪১৮১
আমিতো প্রেমে ব্যর্থ নই,
যে / যাহারা আমার সহিত প্রেম করিতে এখনো পারে নাই তারাইতো ব্যর্থ।
তাই, ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ভালবাসতে/ কাউকে ভালো রাখতে শিখুন।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে,
আমাকে দেখতেও তোমার খুব ভালো লাগে।
তোমাকে আমাকে দেখতে কারো খারাপ লাগতেই পারে তাতে আমাদের কিছু যায় আসে না।
- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
পরিস্থিতি বুঝে কাজ করা ভালো।
- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
বিড়াল কখনো বাঘ হয়না কিন্তু মানুষ যেকোনো সময় অমানুষ থেকে মানুষে আবার মানুষ থেকে অমানুষে পরিণত হতে পারে।
সাহস থাকলেই দেখানো যায় না,
সাহস সময়ের ওপর নির্ভর করে দেখাতে হয়।
- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
নেতা যদি ১০০ টাকাই দিয়ে দেয় তাহলে তাকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে উৎসাহ না দিয়ে শুধু বদনাম করে তাহলে কেমনডা লাগে?
কিন্তু নেতার যখন ১০০ কোটি টাকা হবে তখন জনগণকে যদি ১০০ ভাগের ১ ভাগ অর্থাৎ (মাত্র ১ টাকার সমান) ১ কোটি টাকাও যদি
দেয় তাহলে নেতা বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল খুব ভাল নেতা, দানশীল, চরিত্রবান, মহৎ ব্যক্তি,এছাড়াও আরও অনেক প্রশংসার ধুম পড়ে যাবে।
তাহলে, জনগণের কাছে আমার প্রশ্ন?
অল্প দান করে লাভ কি? কিন্তু নেতারা সবসময় জনগণকে নিঃস্বার্থভাবে ভালবাসে ও জনসেবা করে এটা আপনাদের বুঝতে হবে ও জানতে হবে।
হ্যা, নেতারা জনগণের কাছে কিছু চায়। কিন্তু কি চায় এটা জানতে হবে। তাহলে জেনে নিনঃ
নেতারা অল্পতেই সন্তুষ্ট থাকে তাছাড়া নেতাদের কাছে যে টাকা থাকে তা দিয়েই নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে কিন্তু ভোট চায় না কারণ ভোট দেয়া না দেয়া আপনাদের ব্যাপার তাছাড়া সব নেতারাই কিন্তু ভোটে দাড়ায় না বা প্রার্থী হয় না।
নেতারা জনগণের নিকট থেকে ভালবাসা, সম্মান/ সেন্হ আর উৎসাহ চায় আরও ভাল কিছু করার জন্য ।
তাই আপনার / আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ,
আপনি নেতা না হন কিন্ত সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।
কারণ দেশটা শুধু নেতাদের নয়, দেশটা আপনারও যেহেতু আপনার নিজস্ব দেশ আছে হয়তোবা আপনি কয়েকটা দেশের নাগরিকত্ব পেয়েছেন।
তাতে কি?
দেশগুলোকে ভালবাসা / ভালরাখা আপনার ঈমানী দায়িত্ব।
ভাল থাকুন, ভাল রাখুন।
ধন্যবাদ সবাইকে।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
যেমনঃ
১। ওভারলোডের কারণে রাস্তা ডেবে যায়,
২। রাস্তা উঁচু - নিচু হয় যার ফলে যেকোনো ধরনের গাড়ির উল্টে যাওয়ার ভয় থাকে বা মাঝে - মধ্যে উল্টে গিয়ে গাড়িসহ মানুষগুলোর শারীরিক ক্ষতি হয়।
৩। রাস্তা উঁচু - নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি জমে থাকে যার ফলে পাবলিকের চলাচলের সময় কাঁদাযুক্ত ময়লা পানি ছিটে গিয়ে জামাকাপড় নষ্ট করে সম্মান হানিকরের মতো অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়। তাছাড়া এসব ঘটনা তখনি ঘটে যখন জনগণের মধ্যে কেউ একজন বেড়াতে যায় বা জরুরি কাজে যায় এবং রাজনৈতিক মিটিং বা ব্যাবসায়িক মিটিং এ যায়।
৪। গাড়ির হর্ণ ও ইঞ্জিনের শব্দে অনেকের শ্রবণশক্তি কমে যায়। তাছাড়া কার্বন ডাই-অক্সাইড গ্যাসের জন্যে পরিবেশ দূষণও হয় যার ফলে শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়।
৫। ওভারলোডের কারণে রাস্তা অতিদ্রুত নষ্ট হয়ে যায় যার ভুক্তভোগী হন জনগণ। গ্রাম ও ইউনিয়ন ভিত্তিক রাস্তাঘাট নষ্ট হয়ে গেলে সহজেই তা সংস্কার করা হয় না শুধু হাইওয়ে বা শহর ভিত্তিক মেইন রোড সংস্কার করা হয় তাও আবার সময়সাপেক্ষে নতুন করে সংস্কার বাজেট করার ফলে সেটা সময় ও ভাগ্যের ব্যাপার। এই দেশের অনেক এলাকায় এখনো কাঁচারাস্তা দিতেও ব্যর্থ হচ্ছেন নেতারা আর আপনারা ইটের রাস্তা এবং পিচ ঢালাই অর্থাৎ পাকা রাস্তা পাওয়ার পরেও রাস্তা টিকাতে পারছেন না ব্যক্তিস্বার্থে। আপনার প্রয়োজন বাড়ি বানানো তাই ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি ভারী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী আনতেছেন কিন্তু আপনি চাইলেতো হালকা রাস্তায় হালকা গাড়িতে করে আনতে পারেন তাতেতো আপনারি লাভ হবে। রাস্তাও ভালো থাকবে আপনার রাস্তায় চলাচলের সময় বিপদে পড়তে হবে না।
তাছাড়া আপনার বাড়িটাও যেমন নতুন প্রয়োজন তেমন রাস্তাঘাট ও নতুনের মতো উন্নত এবং ভালো থাকা প্রয়োজন।
৬। ছোঠ রাস্তায় বড় গাড়ি প্রবেশ করালে বড় গাড়ি ঘুড়াতে ব্যর্থ হয়, তখন প্রতিনিয়ত চলাচল করা গাড়ির ড্রাইভারদের সাথে ঝগড়া - বিবাদের সৃষ্টি হয় তাছাড়া অনেক সময় অসুস্থ ব্যক্তি বা মুমূর্ষ রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে সে-সময় দেখা যায় বড় গাড়ি বা ভারী যানবাহনগুলো গাড়ী ঘুরাতে ব্যর্থ হলে অনেক সময় দেখা যায় রোগীরা প্রয়োজনের সময় চিকিৎসা না পেয়ে রাস্তার মধ্যে এম্বুলেন্স / ছোট গাড়ির মধ্যেই মারা যায়।
তাই আমাদের সকলের উচিৎ উপরোক্ত কারণ ছাড়াও আরও অনেকগুলো ক্ষতির কারণ তুলে ধরা ও নিজেদেরকে সচেতন নাগরিক ও নেতা হিসেবে গড়ে তোলা।
অতএব, সার্বিক দিক বিবেচনা করে, নিজ সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষন ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়া তোলা।
তাছাড়া নিজেদেরকে আমরা সচেতনভাবে প্রতিবাদী হিসেবে গড়ে তুলি এবং নেতাদেরকে শুধু শুধু দোষ না দেই।
প্রয়োজনে নেতাদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে গ্রাম ও ইউনিয়ন ভিত্তিক এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ করে নিজেদেরকে নিরাপদে রাখি।
ধন্যবাদ সবাইকে- ভালো থাকি, ভালো রাখি এবং নিরাপদ দূরত্ব বজায় রাখি।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
শুধু শুধু কয়েকটা কথা বলারও দরকার নাই, শোনারও দরকার নাই আবার সম্পর্কও নষ্ট করার দরকার নাই।
২। সম্পর্ক ভেঙে গেলে কারণটা খুঁজবেন তারপর নিজেকে ভালোর দিকে পরিবর্তন বা সে দিকে নিয়ে আসবেন শুধু শুধু ধর্ষণ কেন করবেন?
৩। ইগো/ অহংকারের উপর নির্ভর করে কারো ক্ষতি করবেন কেন?
৪। রাগের বশবর্তী হয়ে অপরাধ কেন করবেন?
৫। ধর্ষণের শাস্তি যদি ধর্ষণ হয় তাহলে আপনার কেমন লাগবে? অর্থাৎ নারীদের যদি আপনি পুরুষ হয়ে ধর্ষণ করেন আর নারীরা যদি আপনাকে অর্থাৎ কোন পুরুষকে ধর্ষণ করে তাহলে কেমন লাগবে? নারীরা যদি সহ্য করতে না পারে তাহলে আপনি কি করে পারবেন? পারবেন কি নিজেকে সুস্থ রাখতে?
হেপাটাইটিস (বি ভাইরাস), হাত-পা জ্বালা, স্মরণ শক্তির দুর্বলতা এবং পুরুষ ও মহিলাদের অন্যান্য গোপন রোগসহ বিভিন্ন জটিল কঠিন ধরনের রোগের সু চিকিৎসা দেওয়া হয়। যাহারা চিকিৎসা নিতে বিভিন্ন যায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন তাহাদের প্রতি আকুল আবেদন একবার আমাদের বিজ্ঞ হেকীম সাহেবের সাথে সরাসরি কথা বলে পরামর্শ নিন >>>>> ২২ বৎসরের অভিজ্ঞ যৌন চিকিৎসক ,গভঃ রেজিষ্টার্ড, প্রথম শ্রেণীর হেকীম (চিকিৎসক),আয়ুর্বেদিক,ইউনানী,হারর্বাল,এ্যালোপ্যাথী,হোমিওপ্যাথীতে সরকারী সনদপ্রাপ্তঃ ....ডা: হেকীম রফিকুল ইসলাম তালুকদার,VD RMP;DHMS;DUMS (Dhaka).মোবাইল: ০১৭১৪ ৮৩৯ ৪৫৪ / ০১৮২৩ ৬৯১ ০০৩ প্রযত্নে: বিকল্প ( আয়ুর্বেদিক,ইউনানী ) চিকিৎসা, চট্টগ্রাম, বাংলাদেশ ।( বিঃদ্রঃ বিকল্প চিকিৎসা, চট্টগ্রাম । একটি প্রতারণামুক্ত,শঠতামুক্ত,বিশ্বস্থ প্রতিষ্ঠান, আমাদের ঔষধ একবার পরিক্ষা করে দেখুন । )
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন