সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমি একজন সাদা মনের রাজনীতিবিদ। আমি নিজে বাস্তবতা শিখি এবং শিখাই

 

ভালবাসা কিভাবে আদায় করতে হয়? জেনে নিন উপকার হবে আশা করি

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু।আশা করি, সবাই ভালো আছেন।         

আমি একজন সাদা মনের রাজনীতিবিদ। আমি নিজে বাস্তবতা শিখি এবং শিখাই। চাইলে আপনারাও শিখতে পারেন আমার কাছ থেকে বা চাইলে দয়া করে শিখাবেন আমাকে।


বিশ্ব শান্তি ছাত্র সংঘ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল এর জীবনের মূল লক্ষ ও বৈশিষ্ট্য হচ্ছেঃ


১। মানুষিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা,

২। শারীরিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা,

৩। সাধ্যমতো টাকার মাধ্যমে জনগণের সেবা করা ইত্যাদি।


৪। আপনি অলস সময় না কাটিয়ে নিজের উপর ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন ও প্রতিরোধ গড়বেন ইনশাআল্লাহ।


 ভালো থাকুন, ভালো রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আর যদি না বুঝেন কিভাবে করবেন তাহলে আমাকে জানান।

মোবাইল - ( ০১৩১২২৮৪১৮১ ).


যুগের সাথে তালমিলিয়ে চলা মানে অবৈধ সম্পর্কের মধ্যে জরিয়ে যাওয়া নয়,


আমার কাছে -


যুগের সাথে তালমিলিয়ে চলা মানে নিজ ধর্মের মাধ্যমে উচ্চতর শিক্ষা অর্জন করা এবং ভবিষ্যৎ নিয়ে গবেষণা করা।


তাই সু-শিক্ষা অর্জন করুন এবং গবেষণার মাধ্যমে জীবনকে শান্তির মাধ্যমে আলোকিত করুন।


অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


............ স্টুডেন্ট পড়ানোর সময়।...................


যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে কেউ তোমার পাশে থাকবে না। হ্যা, এটাই বাস্তব।


আমি বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল বলছি কেউ তোমাদের পাশে থাকুক বা না থাকুক আমিতো আছি নাকি?


অতএব, চিন্তা না করে যেকোন বিষয়ে সহযোগিতা নেওয়ার জন্য প্রাণ খুলে মেসেজ অথবা ফোন দিন।


মোবাইলঃ ০১৩১২২৮৪১৮১


আমিতো প্রেমে ব্যর্থ নই, 


যে / যাহারা আমার সহিত প্রেম করিতে এখনো পারে নাই তারাইতো ব্যর্থ।


তাই, ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ভালবাসতে/ কাউকে ভালো রাখতে শিখুন।


অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে,

আমাকে দেখতেও তোমার খুব ভালো লাগে।


তোমাকে আমাকে দেখতে কারো খারাপ লাগতেই পারে তাতে আমাদের কিছু যায় আসে না।


- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


পরিস্থিতি বুঝে কাজ করা ভালো।


- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


বাঘ কখনো বিড়াল হয় না আবার
বিড়াল কখনো বাঘ হয়না কিন্তু মানুষ যেকোনো সময় অমানুষ থেকে মানুষে আবার মানুষ থেকে অমানুষে পরিণত হতে পারে।

তাই সাবধানে থাকুন, নিরাপত্তার ব্যবস্থা চালু করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

অনুরোধে- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


সাহস থাকলেই দেখানো যায় না,

সাহস সময়ের ওপর নির্ভর করে দেখাতে হয়।


- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


নেতাদের কাছে যদি ১০০ টাকা থাকে সেই টাকা যদি জনগণের মধ্যে একজন চায়,
নেতা যদি ১০০ টাকাই দিয়ে দেয় তাহলে তাকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে উৎসাহ না দিয়ে শুধু বদনাম করে তাহলে কেমনডা লাগে?
কিন্তু নেতার যখন ১০০ কোটি টাকা হবে তখন জনগণকে যদি ১০০ ভাগের ১ ভাগ অর্থাৎ  (মাত্র ১ টাকার সমান)  ১ কোটি টাকাও যদি
 দেয় তাহলে নেতা  বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল খুব ভাল নেতা, দানশীল, চরিত্রবান, মহৎ ব্যক্তি,এছাড়াও আরও অনেক প্রশংসার ধুম পড়ে যাবে।

তাহলে, জনগণের কাছে আমার প্রশ্ন?
অল্প দান করে লাভ কি? কিন্তু নেতারা সবসময় জনগণকে নিঃস্বার্থভাবে ভালবাসে ও জনসেবা করে এটা আপনাদের বুঝতে হবে ও জানতে হবে।

হ্যা, নেতারা জনগণের কাছে কিছু চায়। কিন্তু কি চায় এটা জানতে হবে। তাহলে জেনে নিনঃ

নেতারা অল্পতেই সন্তুষ্ট থাকে তাছাড়া নেতাদের কাছে যে টাকা থাকে তা দিয়েই নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে কিন্তু ভোট চায় না কারণ ভোট দেয়া না দেয়া আপনাদের ব্যাপার তাছাড়া সব নেতারাই কিন্তু ভোটে দাড়ায় না বা প্রার্থী হয় না।

নেতারা জনগণের নিকট থেকে ভালবাসা, সম্মান/ সেন্হ আর উৎসাহ চায় আরও ভাল কিছু করার জন্য ।
তাই আপনার / আপনাদের  প্রতি আমার বিশেষ অনুরোধ,
আপনি নেতা না হন কিন্ত সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।

কারণ দেশটা শুধু নেতাদের নয়, দেশটা আপনারও যেহেতু আপনার নিজস্ব দেশ আছে হয়তোবা আপনি কয়েকটা দেশের নাগরিকত্ব পেয়েছেন।
তাতে কি? 
দেশগুলোকে ভালবাসা / ভালরাখা আপনার ঈমানী দায়িত্ব।

ভাল থাকুন, ভাল রাখুন।

ধন্যবাদ সবাইকে।

অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


আমার কাছে সফলতা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা।

আর,
স্বার্থকতা মানে ঈমানের সাথে মৃত্যুবরণ করা।

তাই, ভেবে চলুন, জীবনকে আলোকিত করুন।

অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

চেনা ভদ্রলোকদের সাথে ভালো ব্যবহার করলেও একসময় শত্রু হয়ে যায় আর অচেনা অভদ্র / মাস্তানদের সাথে ভালো ব্যবহার করলে একসময় বন্ধুতে পরিণত হয়। হ্যা, এটাই বাস্তব। অবৈধ প্রেম থেকে দূরে থাকুন তাই অবশ্যই বিয়ের পরে প্রেম করুন। বিয়ের আগে একজন আরেকজনকে বুঝতে গিয়ে আবেগ আগেই ফুরিয়ে ফেলছে তাছাড়া এত চিনে, জেনে, বুঝে করছে টাকি যদি চরিত্রের ঠিক না থাকে? যারা অবৈধ প্রেম করে বিয়ে করে তাদের প্রেম বেশিদিন টিকে না শুধু ডিভোর্স আর ডিভোর্স। হ্যা, আপনারা যাদের থেকে প্রেম শিখেন তাদের বিয়েইতো টিকেনি? টিকেছি কি? তাই, অবৈধ প্রেম পরিহার করে বিয়ের পরে প্রেম করার অভ্যাস করুন।
অনুরোধে  - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


আপনি ভোটার হয়েছেন বলে ভাববেন না যে, আপনি ভোট দেয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন।

আবার,

আপনি নেতা হয়েছেন বলে ভাববেন না যে,  আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন।

তাই, ভোট দেওয়ার যোগ্যতা অর্জনের মাধ্যমে ভালো  নেতা বেছে নিন এবং নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ভালো জনগণকে বেছে নেয়াসহ তৈরি করে নিন।

অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


ওভারলোডের কারণে শুধু  রাস্তার ক্ষতি নয়, ক্ষতি হয় আপনারও।

যেমনঃ

১। ওভারলোডের কারণে রাস্তা ডেবে যায়,

২। রাস্তা উঁচু - নিচু হয় যার ফলে যেকোনো ধরনের গাড়ির উল্টে যাওয়ার ভয় থাকে বা মাঝে - মধ্যে উল্টে গিয়ে গাড়িসহ মানুষগুলোর শারীরিক ক্ষতি হয়।

৩। রাস্তা উঁচু - নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি জমে থাকে যার ফলে পাবলিকের চলাচলের সময় কাঁদাযুক্ত ময়লা পানি ছিটে গিয়ে জামাকাপড় নষ্ট করে সম্মান হানিকরের মতো অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়। তাছাড়া এসব ঘটনা তখনি ঘটে যখন   জনগণের মধ্যে কেউ একজন বেড়াতে যায় বা জরুরি কাজে যায় এবং রাজনৈতিক মিটিং বা ব্যাবসায়িক মিটিং এ যায়।

৪। গাড়ির হর্ণ ও ইঞ্জিনের শব্দে অনেকের শ্রবণশক্তি কমে যায়। তাছাড়া কার্বন ডাই-অক্সাইড গ্যাসের জন্যে  পরিবেশ দূষণও হয় যার ফলে শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়।

৫। ওভারলোডের কারণে রাস্তা অতিদ্রুত নষ্ট হয়ে যায় যার ভুক্তভোগী হন জনগণ। গ্রাম ও ইউনিয়ন ভিত্তিক রাস্তাঘাট নষ্ট হয়ে গেলে সহজেই তা সংস্কার করা হয় না শুধু হাইওয়ে বা শহর ভিত্তিক মেইন রোড সংস্কার করা হয় তাও আবার সময়সাপেক্ষে নতুন করে সংস্কার বাজেট করার ফলে সেটা সময় ও ভাগ্যের ব্যাপার। এই দেশের অনেক এলাকায় এখনো কাঁচারাস্তা দিতেও ব্যর্থ হচ্ছেন নেতারা আর আপনারা ইটের রাস্তা এবং পিচ ঢালাই অর্থাৎ পাকা রাস্তা পাওয়ার পরেও রাস্তা টিকাতে পারছেন না ব্যক্তিস্বার্থে। আপনার প্রয়োজন বাড়ি বানানো তাই ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি ভারী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী আনতেছেন কিন্তু আপনি চাইলেতো হালকা রাস্তায় হালকা গাড়িতে করে আনতে পারেন তাতেতো আপনারি লাভ হবে। রাস্তাও ভালো থাকবে আপনার রাস্তায় চলাচলের সময় বিপদে পড়তে হবে না।
তাছাড়া আপনার বাড়িটাও যেমন নতুন প্রয়োজন তেমন রাস্তাঘাট ও নতুনের মতো উন্নত এবং ভালো থাকা প্রয়োজন।

৬। ছোঠ রাস্তায় বড় গাড়ি প্রবেশ করালে বড় গাড়ি ঘুড়াতে ব্যর্থ হয়, তখন প্রতিনিয়ত চলাচল করা গাড়ির ড্রাইভারদের সাথে ঝগড়া - বিবাদের সৃষ্টি হয় তাছাড়া অনেক সময় অসুস্থ ব্যক্তি বা মুমূর্ষ রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে সে-সময় দেখা যায় বড় গাড়ি বা ভারী যানবাহনগুলো গাড়ী ঘুরাতে ব্যর্থ হলে অনেক সময় দেখা যায় রোগীরা প্রয়োজনের সময় চিকিৎসা না পেয়ে রাস্তার মধ্যে এম্বুলেন্স / ছোট গাড়ির মধ্যেই মারা যায়।

তাই আমাদের সকলের উচিৎ উপরোক্ত কারণ ছাড়াও আরও অনেকগুলো ক্ষতির কারণ তুলে ধরা ও নিজেদেরকে সচেতন নাগরিক ও নেতা হিসেবে গড়ে তোলা।

অতএব,  সার্বিক দিক বিবেচনা করে, নিজ সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদের রক্ষণাবেক্ষন ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়া তোলা।
তাছাড়া নিজেদেরকে আমরা সচেতনভাবে প্রতিবাদী হিসেবে গড়ে তুলি এবং নেতাদেরকে শুধু শুধু দোষ না দেই।

প্রয়োজনে নেতাদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে গ্রাম ও ইউনিয়ন ভিত্তিক এলাকায়  ভারী যানবাহন চলাচল বন্ধ করে নিজেদেরকে নিরাপদে রাখি।

ধন্যবাদ সবাইকে- ভালো থাকি, ভালো রাখি এবং নিরাপদ দূরত্ব বজায় রাখি।

অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

নেতা শুধু রাজনীতিবিদরাই হয় না, নেতা/ নেতৃত্ব সকল পেশায় অন্তর্ভুক্ত আছে। কারণঃ নেতৃত্ব ছাড়া কিছু গড়ে উঠতে পারে না/ টিকে থাকতে পারে না। যেমনঃ রাজনৈতিক দল, ব্যবসা, সামাজিক, নিরাপত্তা ইত্যাদি পেশায় নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্ব আজীবন টিকে থাকবে বা স্বপ্ন দেখবে। তাই সবার প্রতি আমার বিশেষ অনুরোধ রইলো সঠিক নেতৃত্ব দিতে শিখুন। 
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
যে ছোট তার কাছে বড় গল্প করার দরকার নেই আর যে বড় তার কাছে ছোট গল্প করার দরকার নেই। গল্প শুনে যে সহ্য করতে পারবে তার কাছেই গল্প করতে হবে। উদাহরণঃ এই কথা না মানলে আপনি অপমানিত হবেন। তাছাড়া আপনার যোগ্যতা নিয়ে কথা বলা হবে।
 বিশেষ দ্রষ্টব্যঃ বয়স কোন ফ্যাক্টর নয় কিন্তু শ্রোতা বা বক্তা হওয়াটাই মূল বিষয়। 
   অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

যদি আপনার সহ্য করার ক্ষমতা না থাকে বা আপনার আলাদা কয়েকটা ব্যবসা না থাকে তাহলে ভাগের ব্যবসা / শেয়ারের ব্যাবসা করার দরকার নাই।
শুধু শুধু কয়েকটা কথা বলারও দরকার নাই,  শোনারও দরকার নাই আবার সম্পর্কও নষ্ট করার দরকার নাই।

ভাল থাকুন, ভালো রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল


বিয়ের পরে/ আগে জোর করে যৌতুক  নেয়া অপরাধ বুঝলাম কিন্তু বিয়েতে যদি সামর্থ্যের বাইরে কনে পক্ষের লোক জোর করে অতিরিক্ত দেনমোহর নির্ধারণ করে তাহলে সেটাওতো অপরাধ তাই না। তাহলে কোন স্ত্রী যদি বিনা অপরাধে স্বামীকে তালাক দিয়ে চলে যায় সেটাওতো পুরুষের/ পুরুষদের জন্য অপমানজনক।
অতএব, যদি কোন স্ত্রী  সেচ্ছায় তার স্বামীকে তালাক দিয়ে চলে যায় তাহলে কাবিনের ডাবল টাকা তার নিকট থেকে আদায় করা উচিৎ।
বিশেষ দ্রষ্টব্যঃ অতিরিক্ত ভুল বুঝলে বিপদে পড়বেন।
তাই আসুন, বিয়ে নিয়ে  ফাইজলামি না করি কারণ বিয়েতো একটি সামাজিক বন্ধন। তাছাড়া বিয়ে নিয়ে যারা ফাইজলামি করে, তারা সৃষ্টিকর্তার সাথেও ফাইজলামি করে।
অতএব, বিয়ের পরে প্রেম করতে শিখুন / অভ্যাস তৈরি করুন এবং মিলেমিশে একসঙ্গে চলে বিশ্ব শান্তি গড়ে তুলুন।
ভাল থাকুন, ভাল রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

শুধু টাকাকে হিসাব করে নেতা নির্বাচন করলে হবে না। নেতার চরিত্র, গুণাবলি, আদর্শ, ওয়াদা পালন করার ক্ষমতা, সম্মান, সেন্হ, ভালবাসা, শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার করার ক্ষমতা দেখে নেতা / জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।

স্যার, আপনি ইতিহাস দেখবেন। চরিত্র পরে ঠিক হয় না। কারণঃ হুট করে কিছুই হয় না আরতো চরিত্র?  

চরিত্র সুন্দর করতে হলে অনেক সাধনা করতে হয়। চরিত্র ভালো থাকার কারণে অনেক সম্মানী ব্যক্তিদের জীবন দিতে হয়েছিল এবং ভবিষ্যতেও অনেকেই দিবে কিন্তু টাকা হলেই কেউ কারো জন্য জীবন দেয়না।

কিন্তু, আপনার কাছে আমার প্রশ্ন ❓ 
১। কোন পর্যায়ের নেতা হতে হলে কত টাকা থাকতে হবে? 

২। নেতাদের টাকা না থাকলে চোর হয় কিভাবে? 
দয়া করে বলবেন, জনাব।


****প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলুন।****
কোন মানুষের উপকার করলে নিঃস্বার্থভাবে  করতে হবে কোন প্রতিদান চাওয়া যাবে না।পরের মেয়েকে খাওয়াবা আর বলবা আমারটা খাইছে কেন? সম্পর্ক তৈরি করছে কেন? সম্পর্ক তৈরি করে মানুষ বিশ্বাস করে। উপকার করতে পারলে করবেন না পারলে না করবেন কিন্তু নিজের সম্মান নষ্ট করবেন কেন আর কারও ক্ষতি করবেন কেন?
অপরিচিত মেয়েকে একা পেয়ে জোর করে ধর্ষণ করবেন কেন? সে আপনার কি ক্ষতি করেছে? তারপর কোন মেয়ের জন্যে টাকা খরচ করলে টাকা উঠানোর নামে ধর্ষণ করবেন কেন? তাছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে, প্রেমের নামে এবং পরকীয়ার নামে ধর্ষণ করবেন কেন?
ধর্ষণকারীদের কাছে আমার প্রশ্ন?
১। টাকাতো আপনারা অনেকের জন্যেই ভাল সম্পর্ক থাকায় খরচ করেন তাই বলে কি তাদেরকেও ধর্ষণ করেন নাকি?
২। সম্পর্ক ভেঙে গেলে কারণটা খুঁজবেন তারপর নিজেকে ভালোর দিকে পরিবর্তন বা সে দিকে নিয়ে আসবেন শুধু শুধু ধর্ষণ কেন করবেন?
৩। ইগো/ অহংকারের উপর নির্ভর করে  কারো ক্ষতি করবেন কেন?
৪। রাগের বশবর্তী হয়ে অপরাধ কেন করবেন?
৫। ধর্ষণের শাস্তি যদি ধর্ষণ হয় তাহলে আপনার কেমন লাগবে? অর্থাৎ নারীদের যদি আপনি পুরুষ হয়ে ধর্ষণ করেন আর নারীরা যদি আপনাকে অর্থাৎ কোন পুরুষকে ধর্ষণ করে তাহলে কেমন লাগবে? নারীরা যদি সহ্য করতে না পারে তাহলে আপনি কি করে পারবেন? পারবেন কি নিজেকে সুস্থ রাখতে?
অতএব, সার্বিক দিক বিবেচনা করে নিঃসন্দেহে বলা যায় যে, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এবং গুরুত্বপূর্ণ অপরাধ। এটি কারো মনের মধ্যে পুষে না রেখে নিজেকে সঠিকভাবে নেতৃত্ব দিন এবং নিয়ন্ত্রণে নিয়ে আসুন। খারাপ চিন্তাভাবনা পরিবর্তন করে ভালো বিষয়ে চিন্তা করে নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তুলুন এবং যেকোনো লোভ, অন্যায় ও অপরাধ করা থেকে বিরত থাকুন।
ভাল থাকুন,  সবাইকে ভালো রাখুন, অন্যকে ভালো কাজে উৎসাহিত করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
ধন্যবাদ সবাইকে।
অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

বিয়ের আগে মেয়ে পটানো খুবই সহজ কিন্তু বিয়ের পরে বউকে পটিয়ে আরেকটি বিয়ে করা খুবই কঠিন।

যে দেশের জনগণ টাকা ছাড়া কিচ্ছু বুঝেনা সেদেশের জনগণ নেতাদের কাছ থেকে আর কি আশা করতে পারে?

নেতারা জনগণকে যতটা ভালবাসে তার ১০০ ভাগের ১ ভাগও যদি তার বউকে ভালবাসতো তাহলে নেতারাই হতো Number 1 বিশ্ব প্রেমিক।

“ততক্ষন অবধি অর্থ উপার্জন করতে থাকুন 
 যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাঙ্ক ব্যালেন্স 
 আপনার ফোন নম্বরের মত দেখতে না লাগে”

JANDI TV এর প্রতিনিধি নিয়োগ চলছে।
যোগাযোগঃ 01312284181( Managing Director - Md. Mehedi Hasan Rubel) 

( সরকারী সহ যেকোন চাকুরী বা ব্যবসার পাশাপাশি এই সম্মানী চাকরি বা ভালো লাগার ক্ষেত্রেও করতে চাইলে আপনার এলাকার খবর, বিনোদন কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এর ভিডিও, গ্রাম ও শহরের বিভিন্ন দৃশ্য এর ভিডিও ও যেকোনো রুচিসম্মত ভিডিও এবং শিক্ষকতা সহ যেকোন পেশার ভিডিও পাঠাতে হবে অথবা Live দেখাতে হবে / আপলোড করতে হবে।)

বিশেষ দ্রষ্টব্যঃ অাগ্রহী হলে অাত্নকর্মসংস্থান হতে নারী-পুরুষ  সহ যে কেউ ঘরে বসেই আয়ের জন্য কাজ করতে পারবেন। তাছাড়া করোনা ভাইরাসের মতো যেকোনো বিপদ মোকাবিলার জন্য টাকা/ ডলার জমিয়ে রাখতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য। কারণঃ বিপদের সময় মধ্যবিত্তদের কেউ কিছুই দেয়না আর দিলেও নিম্নবিত্তদের দেয় তাও আবার অল্প কিছু। তাতে কিছুই হয় না। যার ফলে ইতিমধ্যে অনেকেই অাত্নহত্যা করেছেন যেটা   
অবশ্যই দুঃখজনক ব্যাপার। তাই আসুন, অতিরিক্ত অায় করে সঞয়ী হতে শিখি অন্তত নিজের ছেলে-মেয়েদের জন্য / অপরের জন্য।

পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি 
 হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে 
 সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে!


মেহেদী হাসান রুবেল জানে যে, রাজনীতিতে ভাত দেয় না কিন্তু মানুষ যাতে শান্তি মতো কটা ডাল- ভাত খেতে পারে সেই জন্যই রাজনীতি করে এবং আজীবন করে যাবে ইনশাআল্লাহ। 

আপনি কি আন্তর্জাতিক ভাবে মানসম্পন্ন ক্যারীয়ার গঠনে আগ্রহী?
 মানসম্পন্ন বেতনে উন্নত জব করতে আগ্রহী? 
সকলের কাছ থেকে সমানভাবে গুরুত্ব সহকারে সম্মান পেতে চান?
সারা বিশ্বে Hotel বিষয়ক জবে রয়েছে অত্যধিক চাহিদা। প্রতিদিন নতুন নতুন 5***** Hotel তৈরি হচ্ছে সারাবিশ্বে। 
 তাহলে আর দেরী কেন?  আজই যোগাযোগ করুন।

CONTACT US

Have questions, comments or just want to say hello:

info@hotelmanagementbd.com

+880 123 456 789

+8801712168190

147/D, Green Road (3rd Floor), Dhaka-1215 (North side of Panthapath Traffic Signal)

নিজের স্বপ্ন যদি অন্য কেউ তার মতো করে পূরণ করে দেয় সেটাই হচ্ছে আমার কাছে সফলতা এবং স্বার্থকতা। 

এটা জান্দী, ভাংগা,ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের গর্বের  চ্যানেল, আশা করি সকলের উপকারে আসবে ইনশাআল্লাহ। 

অতএব, সকলে   Bongo TV অ্যাপসটি ডাউনলোড করে নিয়মিত খবর দেখুন এবং বিনোদন উপভোগ করুন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।

তাছাড়া YouTube Link এ  গিয়েও দেখে আসতে পারেন।

ভালবাসায় আমার ছিনিমিনি করে।

- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল

আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান বা প্রতিভা বিকাশ করতে চান? 
কিন্তু বিশ্বস্ত Leader  বা Director  খুঁজে পাচ্ছেন না?
তাছাড়া কোন কিছু করতে চান কিন্তু নিজেকে যোগ্য মনে করতেছেন না? 
যেমনঃ গজল, ব্যাবসা, অভিনয়, গান, নেতৃত্ব, লেখালেখি এবং শিক্ষকতা পেশাসহ সকল পেশা ইত্যাদি।

অতএব, কিভাবে নিজেকে যোগ্য করে সমাজে প্রতিষ্ঠিত করবেন জানতে চান?

তাই, আপনারা দেরি না করে বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - বিশ্ব শান্তি ছাত্র সংঘ-  এর সাথে অতিশিঘ্রই যোগাযোগ করুন। 

মোবাইলঃ +8801312284181

লিভারের সমস্যা, জন্ডিস বা

 হেপাটাইটিস (বি ভাইরাস), হাত-পা জ্বালা,  স্মরণ শক্তির দুর্বলতা এবং পুরুষ ও মহিলাদের অন্যান্য গোপন রোগসহ
 বিভিন্ন জটিল কঠিন ধরনের রোগের  সু চিকিৎসা দেওয়া হয়। যাহারা চিকিৎসা নিতে বিভিন্ন যায়গায়  গিয়ে প্রতারিত 
হয়েছেন তাহাদের প্রতি আকুল আবেদন একবার আমাদের  বিজ্ঞ হেকীম সাহেবের সাথে সরাসরি কথা বলে পরামর্শ নিন 
  >>>>>  ২২ বৎসরের অভিজ্ঞ যৌন চিকিৎসক ,গভঃ রেজিষ্টার্ড, প্রথম শ্রেণীর হেকীম (চিকিৎসক),আয়ুর্বেদিক,
ইউনানী,হারর্বাল,এ্যালোপ্যাথী,হোমিওপ্যাথীতে সরকারী সনদপ্রাপ্তঃ  ....ডা: হেকীম রফিকুল ইসলাম তালুকদার,
VD RMP;DHMS;DUMS (Dhaka).
মোবাইল: ০১৭১৪ ৮৩৯ ৪৫৪ / ০১৮২৩ ৬৯১ ০০৩ প্রযত্নে: বিকল্প ( আয়ুর্বেদিক,ইউনানী ) চিকিৎসা, চট্টগ্রাম,
 বাংলাদেশ ।( বিঃদ্রঃ বিকল্প চিকিৎসা, চট্টগ্রাম । একটি প্রতারণামুক্ত,শঠতামুক্ত,বিশ্বস্থ প্রতিষ্ঠান, আমাদের ঔষধ একবার পরিক্ষা করে দেখুন । ) 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध