নানান কারনে মানুষ বিকারগ্রস্ত হয়ে যায়

 

কিছু গুরুত্বপূর্ণ কথা
নানান কারনে মানুষ বিকারগ্রস্ত হয়ে যায়,
১,অর্থ কস্ট
২, সংসারে অশান্তি
৩.পরিবারের অবহেলা
৪.পারিপার্শ্বিক অবহেলা
৫.অপমান
৬.স্বপ্ন বাস্তবায়ন না হওয়া
৭.ভালোবাসা না পাওয়া
৮.প্রেমে ব্যার্থ হওয়া
৯.প্রিয় কিছু হারিয়ে যাওয়া
১০. আকস্মিক দুর্ঘটনার কবলে পড়া
১১.তার চেয়ে দুর্বল মানুষ প্রতিষ্ঠিত হওয়া
১২.নিজে কিছু করতে না পারা
১৩.সামর্থবান আত্বীয় থাকা শর্তেও সাহায্য না পাওয়া
১৪.বিশ্বাস করা ব্যাক্তির কাছে প্রতারিত হওয়া
১৫. প্রচুর অর্থ ভুল ডিসিশন এ খুইয়ে ফেলা
১৬.ভয় পাওয়া
১৭,সৎ মা, সৎ বাবার অত্যাচার
১৮.বন্ধুদের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে যাওয়া
আরো অনেক অনেক কারন আছে বিকারগ্রস্ত হওয়ার, এবং যত দিন যাবে,ততই সে পারিপার্শ্বিকতা বুঝতে শিখবে ও নিজের বিবেকের সাথে যুদ্ধ করবে, এতে কেউ হেরে গিয়ে জীবন বলি দেয়,আবার কেউ পাগল হয়ে যায়, এবং তাদের আচরণ রাস্তাঘাটেও অনেকসময় বহিঃপ্রকাশ পায়,
হয়তো চুপ আছে হঠাৎ চিল্লাই উঠে, অথবা কাউকে গালি দেয়, বা উপরে মুখ তুলে বকবক করে, কেউ রাস্তায় একা একা কথা বলে, হয়তো কান্নাকাটি করে, হয়তো ক্ষোভে আল্লাহর কে উলটাপালটা বকে, এটা যতই বয়স বাড়বে ততই তার অস্বাভাবিক আচরন বাড়বে, এটা সে বলেনা, এটা তার জীবনের সমস্ত ব্যর্থতার বহিঃপ্রকাশ তাকে দিয়ে বলায়,
কিন্তু আমরা তাদের চেয়েও খারাপ, তাদেরকে না বুঝেই ধরে মারি, হত্যা করি, আগুন দিয়ে পুড়িয়ে দেই, আমরা যাদের মনের কস্ট নিভাতে পারিনা তাদের আগুন দিয়ে জ্বালিয়ে দেই কেন?
কেউকি একবারো বুঝতে চেস্টা করেছি কেন সে এমন হলো?

Writer: Sultana Parvin Ruma

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

कई दाढ़ी वाले भाई दाढ़ी वाले भाइयों को देखते हैं

..... स्टूडेंट टीचिंग टाइम .......

গবেষণা প্রতিবেদন লেখার গুরুত্ব/তাৎপর্যঃ