আগামী ৭ দিনের লকডাউন নিশ্চিত করবে দেশ ও জাতির ভবিষ্যৎ।

 আগামী ৭ দিনের লকডাউন নিশ্চিত করবে দেশ ও জাতির ভবিষ্যৎ।

এ সময় যারা বাড়ি গিয়েছে তাদের ঢাকায় প্রবেশ নিষেধ করা হোক কিন্তু প্রবাশী ব্যাতীত। অন্য এলাকা থেকে ঢাকা হয়ে নিজ এলাকায় জরুরী ভিত্তিতে প্রবেশ কিন্তু ঢাকার উদ্দেশ্যে যারা রওয়ানা দিবেন তাদের প্রবেশ নিষেধ।
ঢাকার মধ্যে ঢাকার গাড়ি চললে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব তাছাড়া রাজনৈতিক অস্থিরতা প্রতিরোধ ও দমন করা সম্বব হবে বলে মনে করি।
বিশেষ দ্রষ্টব্যঃ লকডাউনের কথা শুনে যারা বাসা ভাড়ার খরচ দিতে পারবে জেনেও পালায় তারাই করোনাসহ বিভিন্ন অস্থিরতা ও আপত্তিকর পরিস্থিতি তৈরি করার বাহক এবং কারিগর।
তাই Passport & visa Check করে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হোক।
May be an image of text that says '12:47 f আমাদেরসময় সভ্লখল্রলনিক লকডাউন ঘিরে যেন 'ঈদযাত্রা' নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০২১ ००:૦0 আপডেট: এপ্রিল ২০২১ ০৮:৫৩ P করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ থেকে সারাদেশে সাত দিনের লকডাউন। গত শনিবার দুপুরে মন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে ইঙ্গিত দিতেই বিকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন সাধারণ মানুষ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের ঘোষণা দিয়ে অবশ্য প্রজ্ঞাপন জারি করা হয় গতকাল এর পর নামে গ্রামমুখী লোকজনের স্রোত। দৃশ্য দেখে মনে হয়, এ যেন ঈদযাত্রা। নগরীর বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ধুম। ভিড় নামে লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনেও। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস, লঞ্চ, ট্রেনে ছিল না তিল ধারণের ঠাই।'
Like
Comment
Share

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध