eto korona anar andolon

 এরাতো অনলাইনে আন্দোলনের মাধ্যমে আবেদন করতে পারতো বিশেষ বিবেচনায় দেখার জন্য বা নেওয়ার জন্য।

আমরা যারা নতুন ব্যবসায়ী,
দোকান বা অফিস ভাড়া নিয়েছি তাহলে আমাদের মনের অবস্থা কিরকমভাবে যাচ্ছে সেটা একটু পুরনো বা অভিঙ্গ ব্যবসায়ীদের একটু হলেও বোঝা উচিৎ।
আমরা আপনাদের থেকে কি শিখবো?
ব্যবসা মানে কি শুধু লাভ- ই বুঝায়?
ধৈর্য্য, সহ্য ও ঙ্গান এবং অভিজ্ঞতা তাহলে কি?
আমিতো বুঝতে পারছি না।
আমি দোকান বা অফিস ভাড়া কিভাবে দিব এবং এখন ও দশ লাখ টাকার দেনা ঘাড়ে নিয়ে ভাবছি সময় কম শোধ করার তারপরেও ভাবছি বেঁচে থাকলে একদিন এর থেকেও কয়েক হাজার কোটিরও কোটি গুণ ফেরত পাবো ইনশাআল্লাহ।
আমার মতে বেঁচে থাকলে একদিন সবি হবে,
মরে গেলে কিছুই হবে না।
আমিও পাবো না আবার আমার থেকেও কেউ কিছুই পাবে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

बाघ फिर कभी बिल्लियाँ नहीं हैं

কাজেই শান্তি কাজেই আনন্দ আমার - বাস্তবের নায়ক রুবেল

विशेष अनुरोध