বিদেশে চাকরি করা বা ভ্রমণ করার জন্য আপনার কতদিন সময় বা কি কি কাগজপত্র লাগবে?
বিদেশে চাকরি করা বা ভ্রমণ করার জন্য আপনার কতদিন সময় বা কি কি কাগজপত্র লাগবে?
যথাঃ প্রফেশনাল নলেজ বা চিন্তাশক্তি ( ২১ বছর )
২। পাসপোর্ট ১ মাস + পরে জব পারমিট যে কোন সময়,
৩। আলাদা ভাবে আবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ২০ দিন ( শুধুমাত্র ভিসার আবেদনের জন্য ),
বিশেষ দ্রষ্টব্যঃ নেগেটিভ রিপোর্ট হলো কিনা সেটা জানা ও মোবাইলের মেসেজ চেক করা এবং পাসপোর্টের ঠিকানা অনুযায়ী করতে পারলে ভালো। আর নেগেটিভ রিপোর্ট হলে কতদিন লাগবে তা কিন্তু আমার জানা নাই তাই অবশ্যই দ্রুত যেভাবে হবে সে ব্যবস্থা করতে হবে।
৪। বিমইটি রেজিষ্ট্রেশন ফর ম্যানপাওয়ার ও ট্রেইনিং ( ১৫ - ৩০) দিন
৫। করোনার ভ্যাকসিন বর্তমান ঠিকানা মিরপুর দিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বাকি ৬ কেন্দ্রের যেকোন একটি তে আবেদন করতে হবে। ( ২ মাস )
৬। মেডিকেল চেক-আপ ফর ফিট ( ৫-১০ দিন )
৭। ভিসার জন্য আবেদন ও প্রসেসিং এবং টিকেটিং ( ৩ - ৫ মাস দেশ বুঝে/ অ্যাম্বাসি বুঝে )
তাই সময় নষ্ট না করে ধাপে ধাপে সব কাজ বা একি সময়ের মধ্যে ফ্রি টাইমে ধাপগুলি সম্পন্ন করুন।
বাস্তব কথাঃ
একটি জীবন মানেই হাজারটি জীবন।
সুন্দর জীবনের জন্য চাই সঠিক ক্যারিয়ার গঠন।
২১ বছর আমার পিছনে কত লাখ থেকে কত কোটি টাকা খরচ করেছি তার হিসাব হয়তো রাখিনা কিন্তু ২১ বছর পর মূল দারপ্রান্তে এসে যখন ক্যারিয়ার গঠন করবো তখনতো অবশ্যই
একসাথে অনেক বেশি টাকা লাগবে সেটাই স্বাভাবিক। তাই কষ্ট পাওয়ার কিছুই নেই। সময় সঠিকভাবে ব্যবহার করতে হবে। জীবনে সফলতা ও স্বার্থকতা অর্জন করতে হলে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে প্রচুর পরিশ্রম করে যেতে হবে।
- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল
বাস্তবতা, শান্তি ও নিরাপত্তা বিষয়ক গবেষক
ও
প্রধান নির্বাহী বৈঙ্গানিক কর্মকর্তা
বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল বাস্তব বিঙ্গান ও শান্তি গবেষণা ইনস্টিটিউট।
মুঠোফোন - +8801312384181
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন