পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যুগের সাথে তালমিলিয়ে চলা মানে অবৈধ সম্পর্কের মধ্যে জরিয়ে যাওয়া নয়

ছবি
যুগের সাথে তালমিলিয়ে চলা মানে অবৈধ সম্পর্কের মধ্যে জরিয়ে যাওয়া নয়, আমার কাছে - যুগের সাথে তালমিলিয়ে চলা মানে নিজ ধর্মের মাধ্যমে উচ্চতর শিক্ষা অর্জন করা এবং ভবিষ্যৎ নিয়ে গবেষণা করা। তাই সু-শিক্ষা অর্জন করুন এবং গবেষণার মাধ্যমে জীবনকে শান্তির মাধ্যমে আলোকিত করুন। অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UC0t0Kmlails_pkAJfHm7BMA https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

Professional Video Editor নিয়োগ বিঙ্গপ্তি

Professional Video Editor নিয়োগ বিঙ্গপ্তি। কাজের ধরণঃ গজল, সিনেমা, গান, নাটক ইত্যাদি ভিডিও এডিটিং করে দিতে হবে প্রতিনিয়ত। বেতনঃ আলোচনা সাপেক্ষে।  আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করবেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজ যেকোনো সময় শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। যোগাযোগঃ 01312284181 https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

পরিস্থিতি বুঝে কাজ করা ভালো

পরিস্থিতি বুঝে কাজ করা ভালো। - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে

তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে, আমাকে দেখতেও তোমার খুব ভালো লাগে। তোমাকে আমাকে দেখতে কারো খারাপ লাগতেই পারে তাতে আমাদের কিছু যায় আসে না। - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

সাহস থাকলেই দেখানো যায় না

সাহস থাকলেই দেখানো যায় না, সাহস সময়ের ওপর নির্ভর করে দেখাতে হয়। - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

বাঘ কখনো বিড়াল হয় না

বাঘ কখনো বিড়াল হয় না আবার বিড়াল কখনো বাঘ হয়না কিন্তু মানুষ যেকোনো সময় অমানুষ থেকে মানুষে আবার মানুষ থেকে অমানুষে পরিণত হতে পারে। তাই সাবধানে থাকুন, নিরাপত্তার ব্যবস্থা চালু করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অনুরোধে- বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

বিশ্ব শান্তি ছাত্র সংঘ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল এর জীবনের মূল লক্ষ ও বৈশিষ্ট্য হচ্ছে

বিশ্ব শান্তি ছাত্র সংঘ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল এর জীবনের মূল লক্ষ ও বৈশিষ্ট্য হচ্ছেঃ ১। মানুষিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা, ২। শারীরিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা, ৩। সাধ্যমতো টাকার মাধ্যমে জনগণের সেবা করা ইত্যাদি। https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

আপনি ভোটার হয়েছেন বলে ভাববেন না যে

আপনি ভোটার হয়েছেন বলে ভাববেন না যে, আপনি ভোট দেয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। আবার, আপনি নেতা হয়েছেন বলে ভাববেন না যে,  আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন। তাই, ভোট দেওয়ার যোগ্যতা অর্জনের মাধ্যমে ভালো  নেতা বেছে নিন এবং নেতৃত্ব দেওয়ার মাধ্যমে ভালো জনগণকে বেছে নেয়াসহ তৈরি করে নিন। অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

আমার কাছে সফলতা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা।

আমার কাছে সফলতা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা। আর, স্বার্থকতা মানে ঈমানের সাথে মৃত্যুবরণ করা। তাই, ভেবে চলুন, জীবনকে আলোকিত করুন। অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

আমিতো প্রেমে ব্যর্থ নই

আমিতো প্রেমে ব্যর্থ নই,  যে / যাহারা আমার সহিত প্রেম করিতে এখনো পারে নাই তারাইতো ব্যর্থ। তাই, ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে ভালবাসতে/ কাউকে ভালো রাখতে শিখুন। অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

ওভারলোডের কারণে শুধু রাস্তার ক্ষতি নয়, ক্ষতি হয় আপনারও।

ওভারলোডের কারণে শুধু  রাস্তার ক্ষতি নয়, ক্ষতি হয় আপনারও। যেমনঃ ১। ওভারলোডের কারণে রাস্তা ডেবে যায়, ২। রাস্তা উঁচু - নিচু হয় যার ফলে যেকোনো ধরনের গাড়ির উল্টে যাওয়ার ভয় থাকে বা মাঝে - মধ্যে উল্টে গিয়ে গাড়িসহ মানুষগুলোর শারীরিক ক্ষতি হয়। ৩। রাস্তা উঁচু - নিচু হওয়ার কারণে বৃষ্টির পানি জমে থাকে যার ফলে পাবলিকের চলাচলের সময় কাঁদাযুক্ত ময়লা পানি ছিটে গিয়ে জামাকাপড় নষ্ট করে সম্মান হানিকরের মতো অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়। তাছাড়া এসব ঘটনা তখনি ঘটে যখন   জনগণের মধ্যে কেউ একজন বেড়াতে যায় বা জরুরি কাজে যায় এবং রাজনৈতিক মিটিং বা ব্যাবসায়িক মিটিং এ যায়। ৪। গাড়ির হর্ণ ও ইঞ্জিনের শব্দে অনেকের শ্রবণশক্তি কমে যায়। তাছাড়া কার্বন ডাই-অক্সাইড গ্যাসের জন্যে  পরিবেশ দূষণও হয় যার ফলে শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয়। ৫। ওভারলোডের কারণে রাস্তা অতিদ্রুত নষ্ট হয়ে যায় যার ভুক্তভোগী হন জনগণ। গ্রাম ও ইউনিয়ন ভিত্তিক রাস্তাঘাট নষ্ট হয়ে গেলে সহজেই তা সংস্কার করা হয় না শুধু হাইওয়ে বা শহর ভিত্তিক মেইন রোড সংস্কার করা হয় তাও আবার সময়সাপেক্ষে নতুন করে সংস্...

চেনা ভদ্রলোকদের সাথে ভালো ব্যবহার করলেও

চেনা ভদ্রলোকদের সাথে ভালো ব্যবহার করলেও একসময় শত্রু হয়ে যায় আর অচেনা অভদ্র / মাস্তানদের সাথে ভালো ব্যবহার করলে একসময় বন্ধুতে পরিণত হয়। হ্যা, এটাই বাস্তব। অবৈধ প্রেম থেকে দূরে থাকুন তাই অবশ্যই বিয়ের পরে প্রেম করুন। বিয়ের আগে একজন আরেকজনকে বুঝতে গিয়ে আবেগ আগেই ফুরিয়ে ফেলছে তাছাড়া এত চিনে, জেনে, বুঝে করছে টাকি যদি চরিত্রের ঠিক না থাকে? যারা অবৈধ প্রেম করে বিয়ে করে তাদের প্রেম বেশিদিন টিকে না শুধু ডিভোর্স আর ডিভোর্স। হ্যা, আপনারা যাদের থেকে প্রেম শিখেন তাদের বিয়েইতো টিকেনি? টিকেছি কি? তাই, অবৈধ প্রেম পরিহার করে বিয়ের পরে প্রেম করার অভ্যাস করুন। - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

অবৈধ প্রেম থেকে দূরে থাকুন তাই অবশ্যই বিয়ের পরে প্রেম করুন

অবৈধ প্রেম থেকে দূরে থাকুন তাই অবশ্যই বিয়ের পরে প্রেম করুন। বিয়ের আগে একজন আরেকজনকে বুঝতে গিয়ে আবেগ আগেই ফুরিয়ে ফেলছে তাছাড়া এত চিনে, জেনে, বুঝে করছে টাকি যদি চরিত্রের ঠিক না থাকে? যারা অবৈধ প্রেম করে বিয়ে করে তাদের প্রেম বেশিদিন টিকে না শুধু ডিভোর্স আর ডিভোর্স। হ্যা, আপনারা যাদের থেকে প্রেম শিখেন তাদের বিয়েইতো টিকেনি? টিকেছি কি? তাই, অবৈধ প্রেম পরিহার করে বিয়ের পরে প্রেম করার অভ্যাস করুন। - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

নেতা শুধু রাজনীতিবিদরাই হয় না

নেতা শুধু রাজনীতিবিদরাই হয় না, নেতা/ নেতৃত্ব সকল পেশায় অন্তর্ভুক্ত আছে।  কারণঃ নেতৃত্ব ছাড়া কিছু গড়ে উঠতে পারে না/ টিকে থাকতে পারে না।  যেমনঃ রাজনৈতিক দল, ব্যবসা, সামাজিক, নিরাপত্তা ইত্যাদি পেশায় নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্ব আজীবন টিকে থাকবে বা স্বপ্ন দেখবে। তাই সবার প্রতি আমার বিশেষ অনুরোধ রইলো সঠিক নেতৃত্ব দিতে শিখুন।  অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল  https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

স্যার, আপনি ইতিহাস দেখবেন

স্যার, আপনি ইতিহাস দেখবেন।  চরিত্র পরে ঠিক হয় না। কারণঃ হুট করে কিছুই হয় না আরতো চরিত্র? চরিত্র সুন্দর করতে হলে অনেক সাধনা করতে হয়। চরিত্র ভালো থাকার কারণে অনেক সম্মানী ব্যক্তিদের জীবন দিতে হয়েছিল এবং ভবিষ্যতেও অনেকেই দিবে কিন্তু টাকা হলেই কেউ কারো জন্য জীবন দেয়না।  কিন্তু, আপনার কাছে আমার প্রশ্ন  ❓ ১। কোন পর্যায়ের নেতা হতে হলে কত টাকা থাকতে হবে? ২। নেতাদের টাকা না থাকলে চোর হয় কিভাবে? দয়া করে বলবেন, জনাব। https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

যে ছোট তার কাছে বড় গল্প করার দরকার নেই

যে ছোট তার কাছে বড় গল্প করার দরকার নেই আর যে বড় তার কাছে ছোট গল্প করার দরকার নেই। গল্প শুনে যে সহ্য করতে পারবে তার কাছেই গল্প করতে হবে। উদাহরণঃ এই কথা না মানলে আপনি অপমানিত হবেন। তাছাড়া আপনার যোগ্যতা নিয়ে কথা বলা হবে। বিশেষ দ্রষ্টব্যঃ বয়স কোন ফ্যাক্টর নয় কিন্তু শ্রোতা হওয়াটাই মূল বিষয়। https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

সহ্য করার ক্ষমতা

যদি আপনার সহ্য করার ক্ষমতা না থাকে বা আপনার আলাদা কয়েকটা ব্যবসা না থাকে তাহলে ভাগের ব্যবসা / শেয়ারের ব্যাবসা করার দরকার নাই। শুধু শুধু কয়েকটা কথা বলারও দরকার নাই,  শোনারও দরকার নাই আবার সম্পর্কও নষ্ট করার দরকার নাই। ভাল থাকুন, ভালো রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

বিয়ের পরে/ আগে জোর করে যৌতুক নেয়া অপরাধ বুঝলাম

বিয়ের পরে/ আগে জোর করে যৌতুক  নেয়া অপরাধ বুঝলাম কিন্তু বিয়েতে যদি সামর্থ্যের বাইরে কনে পক্ষের লোক জোর করে অতিরিক্ত দেনমোহর নির্ধারণ করে তাহলে সেটাওতো অপরাধ তাই না। তাহলে কোন স্ত্রী যদি বিনা অপরাধে স্বামীকে তালাক দিয়ে চলে যায় সেটাওতো পুরুষের/ পুরুষদের জন্য অপমানজনক। অতএব, যদি কোন স্ত্রী  সেচ্ছায় তার স্বামীকে তালাক দিয়ে চলে যায় তাহলে কাবিনের ডাবল টাকা তার নিকট থেকে আদায় করা উচিৎ। বিশেষ দ্রষ্টব্যঃ অতিরিক্ত ভুল বুঝলে বিপদে পড়বেন। তাই আসুন, বিয়ে নিয়ে  ফাইজলামি না করি কারণ বিয়েতো একটি সামাজিক বন্ধন। তাছাড়া বিয়ে নিয়ে যারা ফাইজলামি করে, তারা সৃষ্টিকর্তার সাথেও ফাইজলামি করে। অতএব, বিয়ের পরে প্রেম করতে শিখুন / অভ্যাস তৈরি করুন এবং মিলেমিশে একসঙ্গে চলে বিশ্ব শান্তি গড়ে তুলুন। ভাল থাকুন, ভাল রাখুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলুন

****প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলুন।**** কোন মানুষের উপকার করলে নিঃস্বার্থভাবে  করতে হবে কোন প্রতিদান চাওয়া যাবে না।পরের মেয়েকে খাওয়াবা আর বলবা আমারটা খাইছে কেন? সম্পর্ক তৈরি করছে কেন? সম্পর্ক তৈরি করে মানুষ বিশ্বাস করে। উপকার করতে পারলে করবেন না পারলে না করবেন কিন্তু নিজের সম্মান নষ্ট করবেন কেন আর কারও ক্ষতি করবেন কেন? অপরিচিত মেয়েকে একা পেয়ে জোর করে ধর্ষণ করবেন কেন? সে আপনার কি ক্ষতি করেছে? তারপর কোন মেয়ের জন্যে টাকা খরচ করলে টাকা উঠানোর নামে ধর্ষণ করবেন কেন? তাছাড়া বিয়ের প্রলোভন দেখিয়ে, প্রেমের নামে এবং পরকীয়ার নামে ধর্ষণ করবেন কেন? ধর্ষণকারীদের কাছে আমার প্রশ্ন? ১। টাকাতো আপনারা অনেকের জন্যেই ভাল সম্পর্ক থাকায় খরচ করেন তাই বলে কি তাদেরকেও ধর্ষণ করেন নাকি? ২। সম্পর্ক ভেঙে গেলে কারণটা খুঁজবেন তারপর নিজেকে ভালোর দিকে পরিবর্তন বা সে দিকে নিয়ে আসবেন শুধু শুধু ধর্ষণ কেন করবেন? ৩। ইগো/ অহংকারের উপর নির্ভর করে  কারো ক্ষতি করবেন কেন? ৪। রাগের বশবর্তী হয়ে অপরাধ কেন করবেন? ৫। ধর্ষণের শাস্তি যদি ধর্ষণ হয় তাহলে আপনার কেমন লাগবে? অর্থাৎ নারীদের যদি আপনি পুরুষ হয়ে ধর্ষণ করে...

বিশেষ অনুরোধ, আপনি নেতা না হন কিন্ত সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন।

বিশেষ অনুরোধ, আপনি নেতা না হন কিন্ত সৎ ও যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলুন। কারণ দেশটা শুধু নেতাদের নয়, দেশটা আপনারও যেহেতু আপনার নিজস্ব দেশ আছে হয়তোবা আপনি কয়েকটা দেশের নাগরিকত্ব পেয়েছেন। তাতে কি?  দেশগুলোকে ভালবাসা / ভালরাখা আপনার ঈমানী দায়িত্ব। ভাল থাকুন, ভাল রাখুন। ধন্যবাদ সবাইকে। অনুরোধে - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল https://m.youtube.com/channel/UCf4uhKoh1NlYOU8JmcIEpVg

নেতারা জনগণের কাছে কিছু চায়

নেতাদের কাছে যদি ১০০ টাকা থাকে সেই টাকা যদি জনগণের মধ্যে একজন চায়, নেতা যদি ১০০ টাকাই দিয়ে দেয় তাহলে তাকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে উৎসাহ না দিয়ে শুধু বদনাম করে তাহলে কেমনডা লাগে? কিন্তু নেতার যখন ১০০ কোটি টাকা হবে তখন জনগণকে যদি ১০০ ভাগের ১ ভাগ অর্থাৎ  (মাত্র ১ টাকার সমান)  ১ কোটি টাকাও যদি  দেয় তাহলে নেতা  বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল খুব ভাল নেতা, দানশীল, চরিত্রবান, মহৎ ব্যক্তি,এছাড়াও আরও অনেক প্রশংসার ধুম পড়ে যাবে। তাহলে, জনগণের কাছে আমার প্রশ্ন? অল্প দান করে লাভ কি? কিন্তু নেতারা সবসময় জনগণকে নিঃস্বার্থভাবে ভালবাসে ও জনসেবা করে এটা আপনাদের বুঝতে হবে ও জানতে হবে। হ্যা, নেতারা জনগণের কাছে কিছু চায়। কিন্তু কি চায় এটা জানতে হবে। তাহলে জেনে নিনঃ নেতারা অল্পতেই সন্তুষ্ট থাকে তাছাড়া নেতাদের কাছে যে টাকা থাকে তা দিয়েই নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে কিন্তু ভোট চায় না কারণ ভোট দেয়া না দেয়া আপনাদের ব্যাপার তাছাড়া সব নেতারাই কিন্তু ভোটে দাড়ায় না বা প্রার্থী হয় না। নেতারা জনগণের নিকট থেকে ভালবাসা, সম্মান/ সেন্হ আর উৎসাহ চায় আরও ভাল কিছু করার জন্য । তাই আপন...