পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আগামী ৭ দিনের লকডাউন নিশ্চিত করবে দেশ ও জাতির ভবিষ্যৎ।

ছবি
  আগামী ৭ দিনের লকডাউন নিশ্চিত করবে দেশ ও জাতির ভবিষ্যৎ। এ সময় যারা বাড়ি গিয়েছে তাদের ঢাকায় প্রবেশ নিষেধ করা হোক কিন্তু প্রবাশী ব্যাতীত। অন্য এলাকা থেকে ঢাকা হয়ে নিজ এলাকায় জরুরী ভিত্তিতে প্রবেশ কিন্তু ঢাকার উদ্দেশ্যে যারা রওয়ানা দিবেন তাদের প্রবেশ নিষেধ। ঢাকার মধ্যে ঢাকার গাড়ি চললে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব তাছাড়া রাজনৈতিক অস্থিরতা প্রতিরোধ ও দমন করা সম্বব হবে বলে মনে করি। বিশেষ দ্রষ্টব্যঃ লকডাউনের কথা শুনে যারা বাসা ভাড়ার খরচ দিতে পারবে জেনেও পালায় তারাই করোনাসহ বিভিন্ন অস্থিরতা ও আপত্তিকর পরিস্থিতি তৈরি করার বাহক এবং কারিগর। তাই Passport & visa Check করে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হোক। Like Comment Share

eto korona anar andolon

ছবি
  এরাতো অনলাইনে আন্দোলনের মাধ্যমে আবেদন করতে পারতো বিশেষ বিবেচনায় দেখার জন্য বা নেওয়ার জন্য। আমরা যারা নতুন ব্যবসায়ী, দোকান বা অফিস ভাড়া নিয়েছি তাহলে আমাদের মনের অবস্থা কিরকমভাবে যাচ্ছে সেটা একটু পুরনো বা অভিঙ্গ ব্যবসায়ীদের একটু হলেও বোঝা উচিৎ। আমরা আপনাদের থেকে কি শিখবো? ব্যবসা মানে কি শুধু লাভ- ই বুঝায়? ধৈর্য্য, সহ্য ও ঙ্গান এবং অভিজ্ঞতা তাহলে কি? আমিতো বুঝতে পারছি না। আমি দোকান বা অফিস ভাড়া কিভাবে দিব এবং এখন ও দশ লাখ টাকার দেনা ঘাড়ে নিয়ে ভাবছি সময় কম শোধ করার তারপরেও ভাবছি বেঁচে থাকলে একদিন এর থেকেও কয়েক হাজার কোটিরও কোটি গুণ ফেরত পাবো ইনশাআল্লাহ। আমার মতে বেঁচে থাকলে একদিন সবি হবে, মরে গেলে কিছুই হবে না। আমিও পাবো না আবার আমার থেকেও কেউ কিছুই পাবে না। - বাস্তবের নায়ক মোঃ মেহেদী হাসান রুবেল , JANDI TV -জান্দী টি

ছিনতাইকারী ও অঙ্গানপার্টি theke sabdhan

  আমাদের শেষ পর্যন্ত দুটো ফোন ও নগদ টাকা সহ ছিনতাইকারী ও অঙ্গানপার্টির হাতে যাওয়ায় আমি কোন পোস্ট করতে পারিনি এবং অনেক কিছুই করতে পারিনি তাই আমি আন্তরিকভাবে দুঃখিত।